নতুন বাবা মা পেল দুই ভাই
তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোর ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত সিএনসিপি হোমের দুই বালক নুতন বাবা মায়ের সন্ধান পেয়ে ভীষন খুশি। রবিবার বিকেলে সরকারের নিয়ম মেনেই কুনোর সিএনসিপি হোমের দুই ভাই রাজ রায় ও রনি রায়কে তাদের নুতন সম্পর্কে বাবা মায়ের হাতে তুলে দেন কুনোর ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী জ্যোতির্মায়ানন্দ মহারাজ এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে থাকা সিএনসিপি কুনরে অবস্থিত বয়েজ হোমের সুপার তপন কুমার মাইতি। সরকারি দত্তক আইন সম্পূর্ণ ভাবে মেনেই রাজ ও রনিকে তাদের নুতন বাবা ও মা কল্যাণ সুন্দরম মারিয়াপ্পা এবং শ্রীমতি বিজয়া থেব্বার হাতে তুলে দেওয়া হলে এক আনন্দঘন মুহূর্তের ছবি ফুটে ওঠে। জন্মদায়ী বাবা ও মায়ের দুজনের মৃত্যুর কারনেই অনাথ শিশু হিসাবে ২০২৪ সালের ১৬ই জানুয়ারি উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় রাজ ও রনি ঠাঁই পেয়েছিল কালিয়াগঞ্জ ব্লকের কুনোর ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত সিএনসিপি বয়েজ হোমে। কুনোর ভারত সেবাশ্রম সংঘের কর্ণধার স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ জানান, তাদের হোমের দুই বালকের ইচ্ছা ও তাদের মতকে প্রাধান্য দিয়েই তাদের নুতন বাবা ও মাকে আমরা বিভিন্ন ভাবে খুজতে থাকি। পরবর্তীতে খোঁজ পাবার পর দত্তক দেবার আইনি প্রক্রিয়ার মাধ্যমে রবিবার সন্ধ্যায় এদিন তাদের বাবা ও মায়ের কাছে হস্তান্তর করা হয়। সিএনপিসির কুনোর বয়েজ হোমের সুপার তপন মাইতি বলেন, "তামিলনাড়ুর বাসিন্দা কল্যাণ সুন্দরম মারিয়াপ্পা একজন অবসর প্রাপ্ত পুলিশ অফিসার। তাদের নিজ সন্তানের মৃত্যুর কারনেই রাজ ও রনিকে দত্তক সন্তান হিসাবে গ্রহণ করলেন।"
admin