রায়গঞ্জে ঐতিহ্যবাহী ৯২তম ফুটবল টুর্নামেন্ট

রায়গঞ্জে ঐতিহ্যবাহী ৯২তম ফুটবল টুর্নামেন্ট
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ: ৯২তম রায়গঞ্জ তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কুলদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন শিল্ড তথা তারাপদ মেমোরিয়াল রানার্স  কাপের ফুটবল টুর্নামেন্ট শুরু হতে চলেছে আগামী ১৭ই ডিসেম্বর থেকে। চলবে আগামী ২৪শে ডিসেম্বর পর্যন্ত। কুলদাকান্ত ফুটবল টুর্নামেন্টের অন্যতম কর্মকর্তা আদিত্য নারায়ন দাস জানান, এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল ছাড়াও কলকাতা সহ উত্তরবঙ্গের মোট আটটি দল অংশগ্রহণ করবে। থাকবে শ্যাম মেটালিক ফুটবল একাডেমি। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৪শে ডিসেম্বর।