কালিয়াগঞ্জে প্রতিবাদ ক্লাবের দীপালি উৎসব পালিত

কালিয়াগঞ্জে প্রতিবাদ ক্লাবের দীপালি উৎসব পালিত
তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: প্রতিবছরের ন্যায় এবছরও শ্যামা পূজা উপলক্ষ্যে কালিয়াগঞ্জ শহরের ঐতিহ্যবাহী মনিবাগ পাড়ার প্রতিবাদ ক্লাবের উদ্যোগে উত্তরবঙ্গ ভিত্তিক সাত দিন ব্যাপী দিপালী উৎসবে সূচনা হল সোমবার সন্ধ্যায়। এবছর তাদের দিপালী উৎসব ৫২তম বর্ষে পদার্পণ করেছে। এদিন সন্ধ্যায় ৫২টি মোমবাতি প্রজ্জ্বলিত করে উৎসবের সুচনা হয়। অনুষ্ঠানে কালিয়াগঞ্জ সুজাতা একাডেমীর মহিলা সদস্যরা সমবেত আবৃত্তি উপস্থিত দর্শকদের উপহার দিলে উপস্থিত সংস্কৃতিপ্রেমী দর্শকেরা সমৃদ্ধ হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার উপ পুরপ্রধান জয়া বর্মণ, পঞ্চায়েত সমিতির সভাপতি  হিরন্ময় সরকার,ব্যবসায়ী সমিতির সম্পাদক শান্তনু দেবগুপ্ত, প্রাক্তন উপ পৌরপিতা ঈশ্বর রজক, প্রতিবাদ ক্লাবের  সভাপতি তুলসী জয়সোয়াল, যুগ্ম সম্পাদক প্রসেঞ্জিৎ সরকার ও ধীমান সাহা, উৎসব কমিটির সভাপতি সঞ্জয় কুমার ভট্টাচার্য সহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসব কমিটির সভাপতি সঞ্জয় কুমার ভট্টাচার্য। আগামী সাত দিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে সাংস্কৃতিক প্রতিযোগীরা এই কয়দিনে অংশগ্রহণ করবেন। আগামী ২৩ তারিখে ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগের পুরস্কার বিতরণ এবং ২৪ ডিসেম্বর বহিরাগত শিল্পী সমন্বয়ে বিরাট বিচিত্রা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫২ তম উত্তরবঙ্গ ভিত্তিক দিপালী উৎসবের সমাপ্তি ঘটবে বলে জানান উৎসবের যুগ্ম সম্পাদক ধীমান সাহা এবং প্রসেনজিৎ সরকারেরা।