তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: রেল মানচিত্রে অবহেলিত উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের প্রান্তিক রেল স্টেশন কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর থেকে দক্ষিণ ভারতের ব্যাঙ্গালুরু যাবার দূরপাল্লা ট্রেনের দাবি জানিয়ে রায়গঞ্জের সাংসদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দরবার করলেন সোমবার দিল্লিতে।
রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল জানান, তিনি শুধু রাধিকাপুর-ব্যাঙ্গালোর ট্রেনের দাবিই জানাননি, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার আলুয়াবাড়ী রেল স্টেশন থেকে কলকাতা গামী একটি ট্রেনের দাবি জানিয়েছেন ইসলামপুর মহকুমার অগনিত যাত্রীদের সমস্যার কথা চিন্তা করে। এও তিনি দাবি করেন, জেলার অসংখ্য মানুষ চিকিৎসার কারনে এবং উচ্চ শিক্ষার কারনে ভারত বাংলাদেশ সীমান্তের প্রান্তিক জেলা থেকে দক্ষিণ ভারতের ব্যাঙ্গালুরুতে যেতে গেলে সুদূর কলকাতার হাওড়া স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হয়। যা সবার পক্ষে সম্ভব নয় আর্থিক কারনে। তাই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের রাধিকাপুর রেল স্টেশন থেকে ব্যাঙ্গালুরু গামী (দ্বিসপ্তাহিক) একটি ট্রেন চালানো হয় তাহলে পিছিয়ে পরা মানুষরা ভীষন ভাবে উপকৃত হতে পারেন। শুধু তাই নয় প্রস্তাবিত এই ট্রেনটি যদি দুর্গাপুর, আসানসোল, পুরী ও বিশাখাপত্তনম রুটে চালানো হয় তাহলে পর্যটন শিল্পও মজবুত হবে বলে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে বিশেষ গুরুত্ব সহকারে বুঝিয়ে বলেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী রায়গঞ্জের সাংসদকে তার প্রস্তাবিত ট্রেন চালুর ব্যাপারে খতিয়ে দেখার বিষয়ে আশ্বস্ত করেন।