রায়গঞ্জে আমদানি রপ্তানি নিয়ে কর্মশালা

রায়গঞ্জে আমদানি রপ্তানি নিয়ে কর্মশালা
তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: রায়গঞ্জে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের উদ্যোগে এবং পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্সের উদ্যোগে চেম্বার অফ কমার্সের সভাগৃহে আমদানি ও রপ্তানি বিষয়ক একটি কর্মশালা অনুষ্টিত হয়। এই কর্মশালায় উত্তর দিনাজপুর জেলার শতাধিক ব্যবসায়ী এই কর্মশালায় যোগ দেন।
উত্তর দিনাজপুর জেলার ব্যবসায়ীরা যাতে রপ্তানিকারক ব্যবসায় আরো অনেক বেশি বেশি করে যুক্ত হন সে ব্যাপারে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেন। উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত জেনারেল ম্যানেজার সুরজিৎ দাস জানান, রাজ্য সরকার রপ্তানির ক্ষেত্রে উন্নতির জন্য বহরমপুর, দুর্গাপুর, হাওড়া এবং শিলিগুড়িতে এই রাজ্যের উৎপাদিত সামগ্রী রপ্তানির জন্য নতুন করে হাভ তৈরি করা হচ্ছে। শিলিগুড়ির হাভের সাথে যে জেলাগুলি অন্তর্ভুক্ত করা হবে সেই জেলাগুলিহলো কোচবিহার,আলিপুরদুয়ার,কালিম্প, জলপাইগুড়ি,দার্জিলিঙ উত্তর দিনাজপুর এবং মালদা। চেম্বার অফ কমার্সে সাধারণ সম্পাদক শংকর কুন্ডু বলেন, 'আমাদের উত্তর দিনাজপুর জেলায় হস্তশিল্পীরা যে সমস্ত উন্নতমানের হস্তশিল্প সামগ্রী তৈরি করে তা বিদেশে যাবার যোগ্য। এসব ছাড়াও উত্তর দিনাজপুর জেলায় প্রচুর পরিমাণে ভুট্টা এবং চাল উৎপাদন হয়ে থাকে।' এই সমস্ত রপ্তানি কারক জিনিসের গুণমান বৃদ্ধি করতে গেলে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে চেম্বার অফ কমার্সের সম্পাদক জানান।