শতদ্রুর রিষড়া র বাড়িতে পুলিশের নজরদারি দেখা নেই স্ত্রী পুত্রের

শতদ্রুর রিষড়া র বাড়িতে পুলিশের নজরদারি দেখা নেই স্ত্রী পুত্রের
মলয় সুর; লিওনেল মেসিকে কলকাতায় আনবেন বলে টানা ৩ বছর শতদ্রু দত্ত অনেক চেষ্টা করেছিলেন কিন্তু শনিবার মেসির সামনে যুবভারতী তে বিশৃঙ্খলার ঘটনায় সব স্বপ্ন মাটি হয়ে যায়। রবিবার দুপুরে হুগলির রিষড়ায়  বাঙুর পার্কের শতদ্রু দত্ত  আর্জেন্টিনার লিওনের মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা ছিলেন ।  শনিবারই মেসির ব্যক্তিগত জেড বিমানের শহর ছেড়ে শতদ্রুর উড়ে যাওয়ার কথা ছিল হায়দ্রাবাদের পরবর্তী অনুষ্ঠানে । সেই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন তিনি ।  ভারতে মেসির সমস্ত অনুষ্ঠানের আয়োজক ছিলেন শতদ্রু।  শনিবারে দুপুরে মেসির বিমান থেকে তাকে নামিয়ে এনে গ্রেফতার করা হয়। রিষড়ায় শতদ্রুর  বাড়িতে স্ত্রী পুত্র এবং মা থাকেন সেখানে বাড়ি ঘিরে পুলিশ পোস্টিং হয়েছে । সম্ভবত তার বাড়িতে হামলা চালানো হতে পারে এই আশঙ্কায় এবং সংবাদমাধ্যম যাতে বাড়িতে প্রবেশ করতে না পারে ।  রবিবার বাড়ির সামনে কাউকে পাওয়া যায়নি শুধু মুখ খুলে ছিলেন প্রতিবেশীরা।  বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা লাগানো ।  সদর দরজার বেল বাজালেও কেউ সাড়াশব্দ করেননি। শতদ্রুর  সঙ্গেই কলকাতা গিয়েছেন তার স্ত্রী ও ছেলে।  রবিবার বিকেল পর্যন্ত ফেরেননি। বাড়িতে একা বৃদ্ধ মা ও পরিচারিকা রয়েছেন। এই অভিজাত এলাকায় বেশিরভাগ বাসিন্দারা অবাঙালী । এক প্রতিবেশী বলেন, বাঙালি স্পোর্টস প্রোমোটার হিসাবে শতদ্র নিজেকে একটা উচ্চতায় নিয়ে যাচ্ছিলেন ষড়যন্ত্র করে বদনাম করা হলো।