সপ্তম শ্রেণীর ছাত্রের অস্বাভাবিক মৃত্যু,এলাকায় শোক

সপ্তম শ্রেণীর ছাত্রের অস্বাভাবিক মৃত্যু,এলাকায় শোক
সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - প্রতিভাবান সপ্তম শ্রেণীর এক ছাত্রের আস্বাভাবিক মৃত্যুতে এলাকায় নেমে এলো শোকের ছায়া। মৃতের নাম আবির মন্ডল(১৪)।মঙ্গলবার সকালে  ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে। 
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, গোসাবা ব্লকের শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের শম্ভুনগর গ্রাম। গ্রামেরই আবির মন্ডল স্থানীয় শম্ভুনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। পড়াশোনায় অত্যন্ত মেধাবী।দুবছর বয়সে জলে ডুবে গিয়েছিল। সে যাত্রায় স্থানীয় এক ব্যক্তির সৌজন্যে প্রাণে বেঁচে গিয়েছিল। পরবর্তী সময় সিরিয়াল দেখা নিয়ে একবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। ভাগ্য সহায় থাকায় সে যাত্রায়ও প্রাণে বেঁচে যায় আবির। ইদানিং আচমকা গত ৩০ নভেম্বর আত্মহত্যার জন্য গলায় দড়ি দিয়েছিল। পরিবারের লোকজন দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই ছাত্রের শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের সিসিইউতে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। তবে শেষ রক্ষা হয়নি। এক মাস পাঁচ দিন পর ৫ জানুয়ারী সোমবার সন্ধ্যায় মৃত্যু হয় ওই ছাত্রের। ঘটনার খবর চাউর হতেই গোটা শম্ভুনগর গ্রামে শোকের ছায়া নেমে আসে।