তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: বুধবার রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এবং বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নিকট রায়গঞ্জ-ডালখোলা এবং গাজল-ইটাহার রেলপথ নির্মাণের জন্য নুতন করে স্মারক লিপি জমা দিলেন। রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দুজনেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দপ্তরের গিয়ে উত্তর দিনাজপুর জেলার রেল মানচিত্রের এই দুই রেলপথ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করেন।
রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বলেন, রায়গঞ্জ-ডালখোলা এবং গাজোল-ইটাহার এই দুই রেলপথ ইতিমধ্যেই রেল দপ্তরের পিংক বুকে উঠে আছে।দীর্ঘ কাল ধরে এই দুই রেল পথের কোনও কাজ আজ পর্যন্ত শুরু না হওয়ায় এই অঞ্চলের সাধারণ মানুষ নায্য রেলপথের যোগাযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার মানুষ বিশেষ ভাবে রেল পরিষেবা পান না।' রায়গঞ্জের সাংসদ তার স্মারক লিপিতে উল্লেখ করেছেন, ২০১৭ সালে বন্যা বিধ্বস্ত উত্তর দিনাজপুর জেলায় সুধানি সেতু ভেঙে যাবার ফলে একরকম রেল যোগাযোগ সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। সেই কারনে বিশেষ ভাবে জরুরি হয়ে পড়েছে এখানকার রেলওয়ের আলাদা রুটের। তাই রায়গঞ্জ লোকসভা এলাকার সাধারণ মানুষ যাতে রেল যোগাযোগের সমস্ত সুযোগ পেতে পারে তার জন্য রেল দপ্তরে গিয়ে সাধারন মানুষের স্বার্থে এই দুটি রেলপথের কাজ শুরু করার দাবি জানানো হয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রায়গঞ্জ সাংসদের কথা শুনে কার্তিক পালকে বলেন তিনি গুরুত্ব সহকারে ব্যাপারটি দেখবেন।