নিজস্ব প্রতিবেদক, কালিয়াগঞ্জ: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে রবিবার কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী কিশলয় নার্সারী স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হলো। নজমু নাট্য নিকেতনে যেন মানুষের ঢল নেমেছিল। কিশলয় নার্সারী স্কুলের কচিকাঁচা নার্সারী ছাত্র ছাত্রীদের মঞ্চে নৃত্যের সাথে সাথে উপস্থিত দর্শকদের আজকের বড় পাওনা ছিল কচিকাঁচাদের মায়েদের অসাধারণ নৃত্য পরিবেশন। যা উপস্থিত দর্শকদের দীর্ঘদিন মনে থাকবে বৈকি। অনুষ্ঠানকে বর্ণময় ও প্রাণবন্ত করে তুলতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কল্যানী দত্ত, নার্সারী স্কুলের সভাপতি দুলাল দত্ত, স্কুলের রেক্টর সমীর সাহা, শ্রীমতি শ্রীলা সাহা (এসআই সার্কেল-২, কালিয়াগঞ্জ), সোমা চক্রবর্তী, প্রধান শিক্ষিকা মনমোহন বালিকা উচ্চ বিদ্যালয় এবং তপন চক্রবর্তী সাংবাদিক তথা সঙ্গীত শিল্পী ও আকাশবানীর গীতিকার। বর্ণময় অনুষ্ঠানে নার্সারী স্কুলের ছাত্রীরা সমবেত সঙ্গীত পরিবেশন করে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে তেমনি স্কুলের ছাত্রীদের লোকনৃত্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে নিঃসন্দেহে বলা যেতে পারে।
নিঃসন্দেহে বলা যেতেই পারে স্কুলের ক্যারাটে ছাত্র ছাত্রীরা যে সুন্দরভাবে ক্যারাটের গুরুত্বপুর্ন শৈলী দেখিয়েছে সেটা শুধু কিশলয় নার্সারী স্কুলকেই গর্বিত করেনি, গর্বিত করেছে নজমু নাট্য নিকেতনের উপস্থিত দর্শকদেরও।