কালিয়াগঞ্জে পাঁচদিন ব্যাপী এমএসএমই শিবির

কালিয়াগঞ্জে পাঁচদিন ব্যাপী এমএসএমই শিবির
তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক প্রাঙ্গণে শুরু হয় পাঁচদিন বাপী শিল্পের সমাধান শিবির। এই শিবির চলবে আগামী ২৮ শে নভেম্বর পর্যন্ত। কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন ও কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হচ্ছে। উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্রের ম্যানেজার সুদেব বিশ্বাস এবং শিল্প আধিকারিক মুস্তাউর রহমান মণ্ডলের তত্ত্বাবধানে এই শিল্পের সমাধান শিবির পরিচালিত হচ্ছে। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার বলেন, 'এই শিল্পের সমাধান শিবিরে বেশ কিছু যুবক যুবতীরা এসে তাদের নাম রেজিস্ট্রেশন করেছেন যা এই শিবিরের অন্যতম উদ্দেশ্য। এই শিবিরের মাধ্যমে ভর্তুকি যুক্ত ঋণ প্রকল্পে আবেদনকারীরা আবেদন করতে পারবেন।' উত্তর দিনাজপুর জেলাশিল্প কেন্দ্রের ম্যানেজার সুদেব বিশ্বাস বলেন, 'এই শিবিরের মূল উদ্দেশ্য হল বেকার যুবক যুবতীরা ছোট খাটো ব্যবসা এবং ছোট খাটো শিল্প তৈরি করলে সরকার থেকে তাঁদের ব্যবসা এবং শিল্পে উৎসাহিত করতে সরকার ভর্তুকি যুক্ত ঋণ দেবে।'