তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ: বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের নাট মন্দির প্রাঙ্গণে রাস উৎসব উপলক্ষে গোপাল সাজো প্রতিযোগিতা উৎসব অনুষ্ঠিত হয়। গোপাল সাজো প্রতিযোগিতায় "ক" বিভাগে প্রথম হয় দীপ্সা সরকার, দ্বিতীয় হয়েছে শুশান্তিকা কুন্ডু এবং তৃতীয় স্থান দখল করে প্রিয়াঙ্ক সাহা। অপরদিকে "খ" বিভাগে প্রথম স্থান দখল করে অরিত্র সরকার, দ্বিতীয় স্থান দখল করে শিবাঙ্গী সাহা এবং তৃতীয় স্থান দখল করে মৃত্তিকা বসাক। গোপাল সাজো প্রতিযোগিতায় প্রচুর মানুষের ভিড় হয়। নাট মন্দির কমিটির কর্মকর্তা পরিতোষ নন্দী এক সাক্ষাৎকারে জানান, এই নাট মন্দিরে প্রাঙ্গনে রাস উৎসবকে কেন্দ্র করে যেমন নৃত্য প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়, তেমনি বুধবার সকাল থেকেই যোগ ব্যায়াম প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা এবং সর্বশেষে গোপাল সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া নাট মন্দির প্রাঙ্গণে চলছে তিন দিন ব্যাপী কলকাতার বিখ্যাত ভাগবত পাঠ।