তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: কয়েক দিন ধরে নাটক চলার পর অবশেষে নাটকের যবনিকা টানলেন সোমবার খোদ কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রামনিবাস সাহা। সোমবার দুপুরে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রামনিবাস সাহা তার শেষ প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর করে রায়গঞ্জের অস্থায়ী মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়ের নিকট পদত্যাগ পত্র তুলে দেন। একজন সম্পূর্ণ অরাজনৈতিক ব্যবসায়ী মানুষ তৃণমূলের টিকিটে কালিয়াগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়ে পৌরপিতা হবার পর কালিয়াগঞ্জ শহরের বেশ কিছু উন্নয়ন মূলক কাজ করছিলেন যখন, ঠিক সেই সময় এমন কোন ঘটনা ঘটে গেল যার কোনরকম আঁচ পাওয়া যায়নি।
বিদায়ী পৌরপিতা রাম নিবাস সাহা জানান, তিনি দলের একজন সৈনিক হিসাবে দলীয় নির্দেশ পালন করেছেন মাত্র। দল হয়তো আরো ভালো কাজের মানুষ পেয়ে গেছে। তাই আমাকে চলে যাবার নির্দেশ দিয়েছে। জানা যায় কালিয়াগঞ্জ শহরের মানুষ কোন ভাবেই এই ঘটনা মেনে নিতে পারেনি।