দুর্গাপুজোয় ভালো কাজে সাফাই কর্মীদের সম্বর্ধনা

দুর্গাপুজোয় ভালো কাজে সাফাই কর্মীদের সম্বর্ধনা
তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: সোমবার কালিয়াগঞ্জ পৌরসভার সাফাই কর্মীরা দুর্গাপুজোয় শহরের বিভিন্ন এলাকায় ভালো কাজ করার সুবাদে কালিয়াগঞ্জ শহর তৃণমূলের যুব সভাপতি রাজা ঘোষ প্রত্যেক সাফাই কর্মীদের কালিয়াগঞ্জ পৌর সভায় সম্বর্ধনা জানায়। সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা, উপ পৌর পিতা ঈশ্বরকরে রজক, বর্ষীয়ান কমিশনার বসন্ত রায়, স্বপন ব্রহ্ম সহ অনেকেই। সাফাই কর্মীরা আপ্লুত হয়ে বলেন, 'আমরা সাফাই কর্মী আমাদেরও ভালো কাজের জন্য যে সম্বর্ধনা দেওয়া হয় সেই কারনে আমরা অভিভূত।' কালিয়াগঞ্জ শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজা ঘোষ বলেন, 'আমরা সাফাই কর্মী সহ যারা সমাজের প্রতিদিন কাজে লাগে তাদেরকে গুরুত্ব দিই না। কিন্তু এই সমস্ত মানুষদের কাজের কারনে সন্মান জানানো উচিৎ। আজ তাই কালিয়াগঞ্জ পৌর সভার সাফাই কর্মীদের সম্বর্ধনা দিতে পেরে আমরা নিজেরা গর্ববোধ করছি।'