দেওয়ালি এক্সিলেন্স এ্যাওয়ার্ড'২৫ বিষয়ক আলোচনা
দেবর্ষি মজুমদার, রামপুরহাট: দেওয়ালি এক্সিলেন্স এ্যাওয়ার্ড ২৫ উপলক্ষ্যে ওয়েস্টবেঙ্গল মিডিয়া ফোরাম ও পজিটিভ বার্তা আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হলো রামপুরহাট লক্ষ্মী অনুষ্ঠান ভবনে। রবিবার সকাল ১০টা নাগাদ এই অনুষ্ঠানে রামপুরহাট শহর ও পার্শবর্তী এলাকার শ্যামা পূজা কমিটির সদস্য এবং বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিনের এই অনুষ্ঠানের মুখ্য আলোচ্য বিষয় হলো প্রতি পাড়ায় গুণীজনদের সম্মাননা প্রদর্শন করবে পজিটিভ বার্তা। পজিটিভ বার্তা গণমাধ্যমের একটি প্ল্যাটফর্ম যেখানে প্রতিনিয়ত সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরা হয়। অনুষ্ঠানে পজিটিভ বার্তার সিইও মলয় পীট উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের আহ্বায়ক কার্ত্তিক বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সাংবাদিক আশীষ মণ্ডল, অঞ্জন দে, ভোলানাথ চক্রবর্তী, আরিফ উদ্দীন আহমেদ, তথাগত চক্রবর্তী, অরিন্দম দে, মোহিত দাস, সৌভিক রায়, রাইহান রেজা, সাধন সিনহা সহ দেখুড়িয়া পূজা কমিটির উৎপল ভট্টাচাৰ্য, আঁখিড়া করুণাময়ী পূজা কমিটির প্রতিনিধি প্রতাপ চট্টোপাধ্যায়, তরুণের আহ্বানের প্রতিনিধি অরিজিৎ সাহা, বিদ্যুৎ সাহা, উদয়পুর কালিপূজা কমিটির সদস্য শশিবাবু এবং অন্যান্যরা। মলয় পীট তাঁর সারগর্ভ বক্তৃতায় সামাজিক দায়বদ্ধতায় পজিটিভ বার্তা ও ওয়েস্টবেঙ্গল মিডিয়া ফোরামের লক্ষ্য উপস্থিত দর্শকের সামনে তুলে ধরেন।
admin