প্ল্যাস্টিক মুক্ত জয়দেব মেলা: রাত পোহালেই মকর স্নান

প্ল্যাস্টিক মুক্ত জয়দেব মেলা: রাত পোহালেই মকর স্নান
দেবশ্রী মজুমদার, জয়দেব: রাত পোহালেই মকর স্নান। ব্রাহ্ম মুহুর্তে ভোর ৪:৫১ থেকে ৫:৪৪ পর্যন্ত স্নানের শুভ সময়। এবারের মকর স্নানে প্ল্যাস্টিক মুক্ত নির্মল বাংলার মডেল স্থান হিসেবে দেখা দিল ঐতিহ্য মণ্ডিত ৮১৩ তম জয়দেব মেলা। উল্লেখযোগ্য ভাবে তাতে অংশগ্রহণ করতে চলেছেন জয়দেব কেন্দুলি সহ আশেপাশের গ্রামের মানুষ।  বুধবার ভোরে শৈত্যপ্রবাহ হাঁকিয়ে ব্যাট করায় অন্যবারের তুলনায় ভিড় বাড়বে বলেই মনে করা হচ্ছে। র রান বেলা পর্যন্ত একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। মঙ্গলবার বিকেলে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বাউল মঞ্চের উদ্বোধন করেন রাজ্য গ্রামীণ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্তা, আধিকারিকসহ মন্ত্রী চন্দ্র নাথ সিনহা প্রমূখ। অন্যবারের থেকে মেলার তফাৎ, এবার মেলায় প্রশাসনিক নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার, মাথার উপরে ঘূর্ণায়মান ড্রোন ক্যামেরা, প্রচূর উর্দিধারী এবং সাদা পোশাকের পুরুষ ও মহিলা পুলিশ, সিভিক পুলিশ, সিভিল ডিফেন্স কর্মী, দমকল মজুত রাখা হয়েছে। তেমনি রয়েছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। যার ফলে স্নানের কোন অসুবিধা থাকবে না। রীতিমত মাইকিং করে স্নান যাত্রা নিয়ন্ত্রণ করা হবে। জেলা পরিষদের তরফে ৩০টির বেশী ঘাট স্নানের জন্য তৈরী করা হয়েছে। বিপত্তি এড়াতে রাস্তার দুধারে বাঁশের ব্যারিকেড তৈরী করা হয়েছে। রাধা বিনোদ মন্দিরের মূল চত্বরে রয়েছে নিরাপত্তা। দলে দলে মানুষ, সধু সন্ত পূন্য স্নানের উদ্দেশ্যে সেরে জড়ো হচ্ছে। নদের চরে গাছের নীচে দূরদূরান্ত থেকে মানুষ ক্যাম্প বানিয়ে আশ্রয় নিয়েছে মেলা উপভোগের জন্য। কীর্তন ও বাউল মিলে প্রায় ৬০০টি আখড়া এবার মেলায়। আখড়াতে ভজন কীর্তন, বাউল গান যথারীতি শুরু হতে চলেছে। তবে পনেরো বছর আগে একটি আখড়ায় আগুন লাগে। সেটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। পাশাপাশি, পূন্য স্নানে এসে এক যুবক ডুবে যায়। তাই এবার প্রশাসন যথেষ্ঠ তৎপর। প্রায় হাজার খানেক অস্থায়ী শৌচাগারের ব্যবস্থা করেছে প্রশাসন। 
একটা লৌকিক কাহিনী ঘিরে রয়েছে এই জয়দেব মেলাকে ঘিরে। কথিত আছে, কোন কালে ‘ জয় দেব – পদ্মাবতীর প্রেমের পদ্ম অজয় নদে ভেসে এসেছিল। লোকায়ত ধারনা, সেই পদ্ম নাকি আজও ভেসে আসে। এই আশায় বহু পূন্যার্থী হাজির হন এই মেলায়। এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে বিদ্যাপতি ও রাজা শিব সিংহের স্ত্রী লছমি দেবীর লৌকিক প্রেমের কাহিনী।
 এই মেলার মূল আকর্ষন বাউল কীর্তন ছাড়াও রাধা বিনোদ মন্দিরের গায়ে টেরাকোটার উৎকীর্ণ শিল্প। যার মধ্যে ফুটে উঠেছে রামায়ণের কাহিনী।