বিধানসভা নির্বাচনের ভাগ্য মানুষ ঠিক করে ফেলেছেন: সুকান্ত মজুমদার

বিধানসভা নির্বাচনের ভাগ্য মানুষ ঠিক করে ফেলেছেন: সুকান্ত মজুমদার
তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: আগামী ২৬ সালের বিধানসভা নির্বাচনের ভাগ্য রাজ্যের মানুষ ঠিক করে ফেলেছে। তৃণমূলের কোনও ওষুধ আর কাজে লাগবে না। বুধবার বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের বাড়িতে আসেন তাঁকে দেখতে। সম্প্রতি রায়গঞ্জের সাংসদ অসুস্থ হওয়ায় কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বালুরঘাট থেকে কালিয়াগঞ্জের শেঠ কলোনির বাসিন্দা কার্তিক পালের বাড়িতে আসেন। সুকান্ত মজুমদার বলেন, "রায়গঞ্জের সাংসদ বর্তমানে একেবাবেই সুস্থ আছেন।  তৃণমূল এসআইআর নিয়ে নানান ধরনের বিভ্রান্তিমূলক প্রচার করে যাচ্ছে। কিন্তু কোন লাভ নেই। এসআইআর সম্পূর্ণ হবার পরেই নির্বাচন ঘোষণা হবে। তৃণমূলের এবার লেজে পা রাখা হয়েছে। ফলে এটা স্বাভাবিক ক্ষমতা হারাচ্ছে জানতে পারলে মুখে ভালো কোনও কথা আসে না। তাই তৃণমূলের ছোট বড় মেজ সব নেতারা এসআইআর নিয়ে বিভ্রান্তি মূলক প্রচার  করলেও তা কোনও কাজেই লাগবে না। সুকান্তবাবু বলেন এবার কোন জারিজুরি আর খাটবে না। তিনি আরও জানান, বর্তমান রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী খুব ভালো করেই বুঝে গেছেন তিনি যতই গান লিখুন, গানের সুর দেন, এইসব গান কেও্উ শোনেন না, যতই বই প্রকাশ করুন ওই সব বই কেউ পরেন না। শুধু তাই নয় উনার কোনও কাজই এই রাজ্যের মানুষ আর পছন্দ করেন না। এই রাজ্যের মানুষ এই রাজ্যের শাসন থেকে মুক্ত হতে চান। মানুষের বিরক্তি এসে গেছে। রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বলেন, 'সুকান্তদা আমার অসুস্থতার খবর জেনে খোঁজ নিলেও তিনি বাইরে থাকার কারনে এর আগে আসতে পারেননি। আজকে তিনি সৌজন্যমূলক দেখা করার জন্য এসেছিলেন।'