ভোট ঘোষণার আগেই শিক্ষা প্রতিমন্ত্রীর টোটোতে প্রচার

ভোট ঘোষণার আগেই শিক্ষা প্রতিমন্ত্রীর টোটোতে প্রচার
তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: শুক্রবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন ঘরে ঘরে তৃণমূলের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে নিজেই টোটো চালিয়ে ভোটের প্রচার শুরু করে দিলেন। শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন রায়গঞ্জ ব্লকে শুরু করলেন। যা ঘিরে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প ঘোষণা করে রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয় প্রমাণ করে দেয়, এই প্রকল্প কার্যত গেমচেঞ্জার। পরবর্তীতে লোকসভা ভোটের আগে ভাতার অঙ্ক বাড়িয়ে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির গুরুত্ব আরও একবার সামনে আনেন তৃণমূল সুপ্রিমো। আগামী বিধানসভা ভোটের আগে হাতে রয়েছে আর মাত্র কয়েক মাস। এই প্রেক্ষাপটে রাজ্যে তৃণমূল সরকারের সাড়ে ১৪ বছরের উন্নয়নের খতিয়ান জনসমক্ষে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। সেই উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই সক্রিয় হয়েছে দলীয় সংগঠন। এরই অংশ হিসেবে রায়গঞ্জ ব্লক (২) তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্লকের অন্তর্গত সাতটি অঞ্চলে শুরু হয়েছে এই প্রচার অভিযান। প্রতিটি অঞ্চলে একটি করে টোটোতে মাইক বসিয়ে মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা অলিগলি ও পাড়ায় পাড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় এক মাস ধরে চলবে এই প্রচার কর্মসূচি। ভোটের আগে সরকারের উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন সামাজিক প্রকল্পের সাফল্য সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন ছাড়াও ব্লক, অঞ্চল ও জেলা কমিটির একাধিক নেতা-কর্মী। এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন বলেন, “মানুষের জীবনে কী কী উন্নয়ন হয়েছে, কোন কোন সামাজিক প্রকল্পে তাঁরা উপকৃত হয়েছেন—সেই কথাই আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। উন্নয়নের ধারাবাহিকতাই তৃণমূল কংগ্রেসের মূল শক্তি।” রায়গঞ্জ ব্লক (২) তৃণমূল সভাপতি দীপঙ্কর বর্মন বলেন, “দলের সংগঠনকে সঙ্গে নিয়ে পরিকল্পিত ভাবেই এই প্রচার চলছে। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে সরকারের কাজের বাস্তব চিত্র তুলে ধরাই আমাদের লক্ষ্য।”