মহিলা খো খো খেলায় কালিয়াগঞ্জের ডালিমগাও উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

মহিলা খো খো খেলায় কালিয়াগঞ্জের ডালিমগাও উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ: রবিবার জলপাইগুড়িতে হেলথ হোমের পরিচালনায় উত্তরবঙ্গ ভিত্তিক মহিলাদের খো খো খেলায় ডালিমগাঁও উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বী মন্দাদরি উচ্চ বিদ্যালয়কে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করল।কালিয়াগঞ্জ আঞ্চলিক হেলথ হোমের সম্পাদক রঞ্জন মোদক বলেন, 'আগামী কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ ভিত্তিক খো খো প্রতিযোগিতায় ডালিমগাঁও উচ্চ বিদ্যালয় অংশগ্রহন করবে।' কালিয়াগঞ্জ ব্লকের ডালিমগাঁও উচ্চ বিদ্যালয়ের খো খো দল উত্তরবঙ্গ ভিত্তিক চ্যাম্পিয়ন হওয়ায় উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে খুশির বন্যা বইছে। ডালিমগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ মোদক জানান, তাঁদের বিদ্যালয়ের খো খো দল উত্তরবঙ্গের মধ্যে চাম্পিযান হওয়ায় তিনি বিদ্যালয়ের খো খো খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন।