যমুনা রেল ব্রিজের ড্রেনে অজ্ঞাত যুবকের মৃতদেহ

যমুনা রেল ব্রিজের ড্রেনে অজ্ঞাত যুবকের মৃতদেহ
বিশ্বজিৎ বালা, উত্তর ২৪ পরগনা: গোবরডাঙ্গা–মছলন্দপুরের যমুনা রেল ব্রিজ ঘিরে বুধবার ভোরবেলা তীব্র চাঞ্চল্য। সেতুর ড্রেনের মধ্যে থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় যুবকের গলায় বেল্ট বাঁধা দেহ।
সকালে রেললাইনের উপর দিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ড্রেনের মধ্যে থাকা দেহটি। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোবরডাঙ্গা থানার পুলিশ ও বনগাঁ জিআরপি আধিকারিকরা। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে দেহটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে।
তবে এখনও পর্যন্ত মৃত যুবকের নাম–পরিচয় জানা যায়নি। কীভাবে রেল ব্রিজের ড্রেনে মিলল দেহ, তা নিয়ে ধন্দে প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ। এলাকাবাসীর একাংশের দাবি, ঘটনাটি নিছক দুর্ঘটনা নয় বরং এর পেছনে থাকতে পারে রহস্যজনক মৃত্যু। যদিও পুলিশ এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রেল ব্রিজ সংলগ্ন এলাকায় ভিড় জমে যায় কৌতূহলী মানুষের। গোবরডাঙ্গা থানার পুলিশ ও বনগাঁ জিআরপি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। মৃত যুবকের পরিচয় উদ্ঘাটন এবং কারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তল্লাশি চালানো হচ্ছে আশপাশের এলাকায়।