রাজ্যে ৩২,০০০ ভুয়ো আদিবাসী শংসাপত্রের অভিযোগ

রাজ্যে ৩২,০০০ ভুয়ো আদিবাসী শংসাপত্রের অভিযোগ
তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: নকল আদিবাসী শংসাপত্র বিক্রি হবার কারনে প্রকৃত আদিবাসীদের সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এই মারাত্মক অভিযোগ করলেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যান সমিতির সহ সভাপতি জামিন হাঁসদা। রবিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মোহনবাটি উচ্চ বিদ্যালয়ে প্রথম দ্বিবার্ষিক সম্মেলন বক্তব্য রাখতে গিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন।তিনি বলেন রাজ্যজুড়ে এই জাল শংসাপত্রের জালিয়াতি কারবার চলছে। জাল শংসাপত্রের মাধ্যমে বিভিন্ন পদে কাজ করে চলেছেন ভুয়োরা। তিনি বলেন প্রমাণ সহ রাজ্য সরকারের হাতে বিভিন্ন কাগজ তুলে দিলেও সব কিছু জানার পরেও এই সরকার কোন ব্যবস্থা গ্রহন করছে না।
জামিন হাঁসদা আরো জানান, এবার আইনের দ্বারস্থ হবার দাবিতে তারা আন্দোলন শুরু করবেন। সামনেই আর মাস কয়েক পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। প্রকৃত আদিবাসীরা শংসাপত্র পাচ্ছে না। মুখ্যমন্ত্রীকে জানালেও সমস্যা সমাধানে কোন হেলদোল দেখা যাচ্ছে না। তাই ১৮ নভেম্বর বাঁকুরাতে বড় মাপের আন্দোলন হতে যাচ্ছে বলে জামিন হাঁসদা জানান। আদিবাসী সমন্বয় কমিটির আহ্বায়ক সনাতন হাঁসদা বলেন, "এই সরকার বলে থাকে তারা নাকি আদিবাসীদের উন্নয়নের পক্ষে।এই কথাটা দশ বছর আগে বিশ্বাস করলেও বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর বিশ্বাস করা মুর্খামির কাজ হবে।" তিনি জানান, আমাদের ৬ শতাংশ জায়গাও কেড়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন আমাদের জন্য যে প্রকল্পগুলি  আছে তার সঠিক বাস্তবায়ন হলে আমাদের আন্দোলনে নামতে হতো না। আমরা সংগঠনের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাকে সব কিছু জানানো হয়েছে। কিন্তু মন্ত্রী নিজেও কিছুই করতে পারছেন না। সম্মেলনে উপস্থিত ছিলেন মহেন্দ্র নাথ সোরেন ,নারায়ন সোরেন, সিদান মুর্মু, সুশান্ত মুর্মু সহ অনেকেই।