রায়গঞ্জের 'উদীরণ' প্রকাশ স্থানীয় প্রেস ক্লাবে

রায়গঞ্জের 'উদীরণ' প্রকাশ স্থানীয় প্রেস ক্লাবে
তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: সম্প্রতি উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে আয়োজিত উত্তরবঙ্গের মননশীল পত্রিকা "উদীরণ" উৎসব সংখ্যার প্রকাশ হল। এই উদ্বোধন অনুষ্ঠানে রায়গঞ্জ তথা জেলার বিভিন্ন এলাকা থেকে লেখক, সাংবাদিক, বাচিক শিল্পী, গায়ক অংশগ্রহণ করেন। আন্তরিক মনোগ্রাহী বক্তব্য,স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি পরিবেশনায় অনুষ্ঠান প্রানবন্ত হয়ে ওঠে। সকলের বক্তব্যেই উদীরণ পত্রিকার কন্টকাকীর্ণ হলেও সুদীর্ঘ পথচলার কথা উল্লেখ করে এই পত্রিকা যে নতুন লেখকদের একটা প্লাটফর্ম তৈরি করে দিয়ে চলেছে, সে কথা সকলের বক্তব্যেই উঠে আসে।
অনুষ্ঠান শুরুতে রায়গঞ্জ তথা জেলার স্বনামধন্য ক্রীড়াবিদ প্রয়াত দিলীপ কুমার বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আন্তরিকতায় ভরপুর এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ সুলেখক সুশীল গোস্বামী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র। উল্লেখ্য এই পত্রিকাটি আগামী ২০২৬ সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করতে চলেছে। 
এই উৎসব সংখ্যাটিতে বাংলার খ্যাতনামা সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়, ভগীরথ মিশ্র ছাড়াও সুপ্রতিষ্ঠিত গল্পকার সৌভিক সুকুমার মজুমদার, অসিত বরণ চট্টোপাধ্যায় ও সুদীপ দত্তের লেখা রয়েছে। 
গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন তপন কুমার সিনহা ও ডঃ রতন বিশ্বাস। সুখ পাঠ্য দুটি ভ্রমণ কাহিনী লিখেছেন বিশিষ্ট লেখক গৌরীশংকর ভট্টাচার্য ও উৎপল কুমার সিনহা।
প্রয়াত সাহিত্যিক সমরেশ বসুকে শ্রদ্ধার্ঘ্য এবং 'রায়গঞ্জ শিশুসদন' সম্পর্কিত লেখা সৌকর্য বৃদ্ধি করেছে। এই সংখ্যায় খ্যাতনামা এবং প্রতিশ্রুতি সম্পন্ন কবিদের ৩৯টি কবিতা রয়েছে যেগুলো প্রত্যেকটি সুনির্বাচিত। ঝকঝকে ছাপা চমৎকার প্রচ্ছদ (শিল্পী কৌস্তভ চক্রবর্তী) সহ এই উৎসব সংখ্যার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক স্বপন মজুমদার  অনুষ্ঠানে হাজির ছিলেন। বিশেষ এই সংখ্যাটির সুধী পাঠকদের স্বাগত জানিয়ে চমৎকার বক্তব্য রাখেন উদীরণ পত্রিকার সহ সম্পাদক শুচিশুভ্রা বিশ্বাস। বাচিক শিল্পী মাধবী কুন্ডু এবং লেখিকা শুচিশুভ্রা বিশ্বাসের আবৃত্তি উপস্থিত শ্রোতামন্ডলীর প্রশংসা অর্জন করে।