কলকাতার মেট্রো রেল প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের নতুন সংস্করণ প্রকাশিত হল

কলকাতার মেট্রো রেল প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের নতুন সংস্করণ প্রকাশিত হল

কলকাতা, ২৪ অক্টোবর, ২০২৫ : আজ মেট্রো রেলওয়ে, কলকাতার প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের নতুন সংস্করণ প্রকাশ করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা এখন অনলাইনে ছাড়যুক্ত মূল্যে টিকিট কাটতে পারবেন এবং লম্বা লাইনে দাঁড়ানোর ঝামেলা এড়াতে পারবেন।

এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে মেট্রো রেলের মহাব্যবস্থাপক শ্রী শুভ্রাংশু শেখর মিশ্র জানান, ১৯৮৪ সালে ৩.৪ কিমি দীর্ঘ এসপ্লানেড থেকে ভবানীপুরের মধ্যে চলাচল দিয়ে যাত্রা শুরু করা দেশের প্রাচীনতম মেট্রো পরিষেবা বর্তমানে পাঁচটি রঙে চিহ্নিত লাইনে ৫৮টি স্টেশনে সেবা দিচ্ছে। এগুলির মোট দৈর্ঘ্য ৭৩.৪২ কিমি। আগামী দিনে এই ব্যবস্থা আরও সম্প্রসারিত হবে এবং যাত্রীরা উপকৃত হবেন বলে তিনি অভিমত প্রকাশ করেন।

বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্রী আশোক বিশ্বনাথন এবং কলকাতা মেট্রো রেলের চিফ অপারেশনস ম্যানেজার শ্রী সাত্যকি নাথও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুই বিশিষ্ট অতিথিই কলকাতার দ্রুততম, পরিচ্ছন্নতম ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা হিসেবে মেট্রোর গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে গঙ্গা স্তোত্রের সংস্কৃত পাঠ এবং একটি জাদু প্রদর্শনীও পরিবেশিত হয়।