তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: মঙ্গলবার গভীর রাত থেকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রসিদপুরের কালিকুন্ডায় তিনদিন ব্যাপী রাস উৎসব শুরু হয়। কালীকুন্ডাতে রাস উৎসবকে কেন্দ্র করে শুরু হয়েছে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান। এই উৎসবে বিভিন্ন স্থান থেকে আসা ভক্তদের ঢল নেমেছে। সকাল থেকে মন্দির প্রাঙ্গনে যেমন শুরু হয়েছে পদাবলী কীর্ত্তন তেমনি উৎসব স্থানের পাশেই লেগেছে রাস মেলা।
কালীকুণ্ডী ধামে এসেছিলেন বিশ্বদেব মঠের স্বামী শিবাত্মানন্দ মহারাজ। তিনি জানান, রাস পূর্ণিমার দিন মানুষ আসে রাসের অনুষ্ঠানে। রাস থেকে রসের উৎপত্তি। ভক্তি প্রেম ও আনন্দ কার্তিক মাসের এই দিন ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের মধ্যে রস বিতরণ করেছিলেন। গোপী অর্থ ভক্তবৃন্দ। তাদের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েই রাস উৎসবের সূচনা হয়।