সুভাষ চন্দ্র দাশ,গোসাবা - শনিবার সাত সকালে গোয়ালঘর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত যুবকের নাম শুভজিত ঘরামী(২০)। ঘটনাটি ঘটেছে প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের সুন্দরবন উপকুল থানার সাতজেলিয়া পঞ্চায়েতের ৫ নম্বর আনন্দপুর গ্রামে। সুন্দরবন কোষ্টাল থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ওই যুবকের সাথে লাহিড়ীপুর পঞ্চায়েতের লাক্সবাগান এলাকার এক যুবতীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বছর তিনেক আগে। সেই সম্পর্ক ধীরে ধীরে গাঢ় হতে থাকে।প্রেমের সম্পর্ক জানাজানি হতেই যুবতীর পরিবারের লোকজন শুভজিতের সাথে বিয়ে দিতে অস্বীকার করে বলে অভিযোগ।আরো অভিযোগ ওই যুবতী তার প্রেমিক কে অন্যরাস্তা দেখে নেওয়ার কথা বলে।অন্যদিকে ওই যুবক এমন ঘটনায় বিমর্ষ হয়ে হতাশয় ভেঙে পড়ে।শুক্রবার রাতে প্রেমিকার সাথে ফোনে একপ্রস্থ কথা হয়।এরপর অন্যান্য দিনের মতো রাতে খাওয়া সেরে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে।শীতের রাতে পরিবারের লোকজন যখন ঘুমে অচেতন,সেই সুযোগে নিজেদের গোয়াল ঘরে গিয়ে ওই যুবক আত্মহত্যা করে। পরিবারের লোকজন সকালে এমন মর্মান্তিক ঘটনা দেখতে পায়। পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
প্রতিবেশী সহ যুবকের পরিবার পরিজনদের দাবী, ‘প্রেমিকা ও তার পরিবারের চাপে শুভজিত আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।’