ধোকরা স্বনির্ভরতায় স্বপ্ন দেখছে সন্ন্যাসী গ্রাম
তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: স্বনির্ভর হবার লড়াইয়ে পাটের সুতো দিয়ে ধোকরা বানিয়ে কালিয়াগঞ্জ ব্লকের ৪ নম্বর বোচাডাঙ্গার সন্ন্যাসী গ্রামের মহিলারা স্বনির্ভর হবার লড়াই করে বেঁচে আছেন। এই গ্রামের অধিকাংশ বাড়ির মহিলারা পাটের সুতো থেকে ধোকরা বানিয়ে সপ্তাহে তিন থেকে চারটি ধোকরা বানিয়ে নিকটবর্তী চান্দোল হাট, ধনকোল হাট, ফতেপুর হাট সহ বিভিন্ন হাটে বিক্রি করে থাকেন। পাটের সুতো এবং অন্যান্য খরচ বাদ দিয়ে আনুমানিক ১৫০০ টাকা আয় হয়। সন্ন্যাসী গ্রামের গৃহবধূরা এক সাক্ষাৎকারে জানান, তাদের হাতের তৈরি ধোকরা বিহারের কাটিহার থেকে বেশ কিছু পাইকারেরা এই সমস্ত গ্রামের হাটে এসে ৭০০ থেকে ৮০০ টাকায় কিনে বিহারে নিয়ে গিয়ে এক একটি ধোকরা ১৫০০ থেকে ১৬০০ টাকায় বিক্রি করে থাকেন। বিহারে বাংলার উত্তর দিনাজপুর জেলার ধোকরার প্রচুর চাহিদা আছে বলে জানান।
সন্ন্যাসী গ্রামের গৃহবধু ললিতা রায়, স্বপ্না দেবশর্মা, গায়েত্রী দেবশর্মা বলেন, 'সরকার আমাদের যদি সামান্য কিছু করে ধোকরা শিল্পের জন্য ঋণ দিত তাহলে এই শিল্পে আরও বেশি বেশি করে মহিলারা যোগ দিতে পারতো। শুধু গৃহবধুরাইবা কেন স্থানীয় এলাকার আমাদের বেকার ছেলে মেয়েরা এই শিল্পের সাথে যুক্ত হয়ে আয়ের দিশা খুঁজে পেত।' তাই তাঁদের বক্তব্য, যদি। কিছু মূলধন থাকতো তাহলে তাঁরা বেশি বেশি করে ধোকরা বানিয়ে বিক্রি করতে পারলে অনেক বেশি লাভ করে ভালো ভাবে সংসার করতে পারতেন।
admin