সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। । মৃত যুবকের নাম আলেক্স দিন(৪২)।মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত কুমড়খালি এলাকায়। ক্যানিং থানার পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে,ওই যুবকের বাড়ি কলকাতার দমদম এলাকায়। ক্যানিংয়ে মাসির বাড়িতে থাকতেন। এদিন বিকালে স্থানীয় লোকজন ওই যুবককে কুমড়োখালি এলাকার একটি পুকুরে ভাসতে দেখে। তারা ওই যুবক কে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। মৃতের নিকট এক আত্মীয় গৌতম নেমু জানিয়েছেন,ওনার মাসি স্কুলে চাকরি করেন। সেই সুত্রে ক্যানিংয়ে মাসির বাড়িতে থাকতেন। আগে মদ খেগঙতেন। এদিন খেয়েছিল কি না জানা নেই। সম্ভবত মদ খেয়ে জলে পড়ে গিয়ে ঠান্ডায় মারা গিয়েছে।’
তবে ঠিক কি কারণে ওই যুবকের মৃত্যু হল তার রহস্য উদ্ঘাটন করতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।