রাজভবনে সম্বর্ধিত সাঁতারু সায়নী দাস

 রাজভবনে সম্বর্ধিত সাঁতারু সায়নী দাস

দেবাশিস রায়পূর্ব বর্ধমান: রাজভবনে সম্বর্ধিত হলেন এশিয়া সেরা সাঁতারু সায়নী দাস সম্প্রতিরাজভবনে আয়োজিত একটি সংখিপ্ত অনুষ্ঠানে রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস একটি মানপত্র  স্মারক সহ একটি চেক সায়নীর হাতে তুলে দিয়ে তাঁকে শুভেচ্ছা  অভিনন্দন জানিয়েছেনউল্লেখ্যওপেন ওয়াটার স্যুইমিংয়ে মর্যাদাপূর্ণ 'সপ্তসিন্ধুজয়ের শেষ ধাপে দাঁড়িয়ে রয়েছেন পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের ভূমিকন্যা সায়নী দাস ইতিমধ্যেই তিনি বিশ্বজুড়ে 'সপ্তসিন্ধু' ছয়টি চ্যানেল জয় করে ইতিমধ্যেই এশিয়া সেরা মহিলা সাঁতারুর তকমা লাভ করেছেনবাকি রইল শুধুমাত্র জাপানের সুগারু স্ট্রেইট তার জন্য তিনি এই মুহূর্তে মানসিকভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ২০২৬ সালেই সপ্তসিন্ধু জয় করার লক্ষ্য সায়নী দাসের