অনূর্ধ ১৭ বাংলা দলে জাতীয় স্কুল খোখো'তে ডালিমগাঁ উচ্চ বিদ্যালয়ের দুই কৃতি

অনূর্ধ ১৭ বাংলা দলে জাতীয় স্কুল খোখো'তে ডালিমগাঁ উচ্চ বিদ্যালয়ের দুই কৃতি
তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে ৬৯তম জাতীয় খোখো খেলা অযোধ্যায় অনূর্ধ ১৭ বছর বালক বিভাগে রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের বাংলা দলের হয়ে জাতীয় স্কুল গেমসের খোখো'তে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ডালিম গাঁও উচ্চ বিদ্যালয়ের দুই কৃতি খেলোয়ার মধুসূধন রায় এবং প্রীতম সরকার উত্তর প্রদেশের অযোধ্যায় খেলার ডাক পেল। ডালিমগাঁও উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বরুন দাস জানান, তাদের বিদ্যালয়ের দুই খেলোয়াড় ইতিমধ্যেই উত্তর প্রদেশের অযোধ্যায় পৌঁছে গেছে। জাতীয় স্তরের খোখো খেলা অযোধ্যায় ড: বি আর আম্মেদকর রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংস্থানের মাঠে ২০ ডিসেম্বর থেকে ২৪ শে ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানা যায়। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের প্রত্যন্ত গ্রাম ডালিমগাঁও উচ্চ বিদ্যালয়ের দুই খোখো খেলোয়াড় বাংলার হয়ে জাতীয় স্তরে খেলার সুযোগ পাওয়ায় খোখো খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।