তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। উত্তর দিনাজপুর জেলার মানুষের দাবিকে মান্যতা দিয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের তৎপরতায় ভারত বাংলাদেশ সীমান্তের প্রান্তিক স্টেশনে রাধিকাপুর-ব্যাঙ্গালুরু(এসএমভিটি)এক্সপ্রেস চালু হতে চলেছে বলে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জানান। রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বলেন, 'উত্তর দিনাজপুর জেলার মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল তাদেরকে চিকিৎসার জন্য কিংবা পড়াশুনার জন্য ব্যাঙ্গালুরুতে যেতে গেলে হাওড়ায় গিয়ে ব্যাঙ্গালোর গামী ট্রেন ধরতে হত। বর্তমানে রাধিকাপুর অথবা কালিয়াগঞ্জ অথবা রায়গঞ্জ স্টেশন থেকে ট্রেনে চাপলে এক ট্রেনেই ব্যাঙ্গালোরে গিয়ে সহজেই পৌঁছে যাওয়া যাবে।' আগামী ১৭ ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালদা থেকে এর উদ্বোধন করবেন। এই ট্রেনটি প্রতি রবিবার রাধিকাপুর থেকে ছাড়বে এবং ব্যাঙ্গালুরু থেকে ট্রেনটি প্রতি বৃহস্পতিবার করে রাধিকাপুরের উদ্দেশ্যে রওনা দেবে।