অভিষেকের বিরুদ্ধে রামপুরহাটে এফআইআর

অভিষেকের বিরুদ্ধে রামপুরহাটে এফআইআর
দেবর্ষি মজুমদার, বীরভূম: বিজেপি সব নেতা কর্মীদের মাতাল ও নেশাগ্রস্ত বলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপির মহিলা মোর্চা। বুধবার রামপুরহাট থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিজেপির মহিলা মোর্চার বীরভূম সাংগঠনিক জেলা সভানেত্রী রশ্মি দে। সঙ্গে ছিলেন বিজেপির বীরভূম জেলার বিদায়ী সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপির নেতা নেত্রীরা।
৬ জানুয়ারি বীরভূমের রামপুরহাটের বিনোদপুর গ্রামের মাঠে তৃণমূল কংগ্রেসের 'রণ সংকল্প' সভা ছিল। সেই সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখার সময় বিজেপি নেতা ও কর্মীদের উদ্দ্যেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপি যারা করেন তারা সকলেই মাতাল, পাতা খোর ও নেশাগ্রস্ত। শিক্ষিত মানুষ কেউ বিজেপি করে না"।
এই বক্তব্যের পরিপেক্ষিতে অভিযোগকারী বিজেপির বীরভূম জেলা নেত্রী রশ্মি দে বলেন, "আমরা ভদ্র বাড়ির মহিলা। কারও মতো অর্ধশিক্ষিত নই। আমরা শান্তিপূর্ণ ভাবে সম্মানের সঙ্গে বিজেপি দল করি। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির নেতা ও কর্মীদের বিরুদ্ধে যে আপত্তিকর, অসন্মানজনক ও অসাংবিধানিক মন্তব্য করেছেন তাতে আমরা অসম্মানিত হয়েছি। উনি সকল বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলা মানে মা-বোনদেরও অসম্মানিত করেছেন। সংবিধানের শপথ নেওয়া একজন সংসদের মুখে এমন ভাষা আমরা আশা করি না। ভাষায় চয়ন এবং ব্যবহার বলে দিচ্ছে কার কত শিক্ষা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্যে সমাজে আমাদের মান ও সম্মান ক্ষুন্ন হয়েছে। যে দলের দলীয় স্লোগান মা মাটি মানুষ, সেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মা ও মানুষের মান ও সম্মান ক্ষুন্ন করে কিভাবে দ্বায়িত্ব জ্ঞানহীন ভাবে এই ধরনের অসাংবিধানিক মন্তব্য করেন? 
তাই আমরা চাই দলের নীতি ও সামাজিক পরিকল্পনা নিয়ে রাজনৈতিক বক্তব্য হোক। কোন মানুষকে অপমান করে নয়। আমরা চাই যিনি এমন মন্তব্য করেছেন তাঁকে ক্ষমা চাইতে হবে। সেই কারণেই আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি।"