তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: বুধবার দুপুরে উত্তরপূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নারা কালিয়াগঞ্জ রেল স্টেশনের অমৃত ভারত রেল প্রকল্পের কাজ কেমন চলছে তার সেলুনকার থেকে নেমেই রেল দপ্তরের বাস্তুকারদের নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে বিভিন্ন কাজ দেখে রেলের উপস্থিত বস্তুকারদের প্রশ্নবাণে জর্জরিত করেন। ডিআরএম বাস্তুকারদের প্রশ্ন করেন কোন কারনে অমৃত ভারত প্রকল্পের কাজ ধীর গতিতে চলছে? ডিআরএম কিরেন্ড নারা রেল স্টেশনের এক একটি কাজ ধরে ধরে তার সাথে আসা রেল দপ্তরের বাস্তুকারদের বিভিন্ন কাজ শেষ করার সময় সীমা বেঁধে দেন। কালিয়াগঞ্জ রেল স্টেশনের প্ল্যাটফর্ম নির্মাণের কাজ নিম্ন মানের বালি দিয়ে করা হচ্ছে খোদ রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল অভিযোগ করেন। এ ব্যাপারে ডিআরএমকে প্রশ্ন করলে তিনি শুনেছেন বলে জানান। এ ব্যাপারে তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে সাংবাদিকদের জানান। কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ কোন পর্যায়ে আছে প্রশ্ন করলে ডিআরএম জানান, কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল প্রকল্পের প্রাথমিক পর্বের কাজ চলছে।