গোবরডাঙ্গায় আগ্নেয়াস্ত্র উদ্ধার 

গোবরডাঙ্গায় আগ্নেয়াস্ত্র উদ্ধার 

বিশ্বজিৎ বালা, উত্তর ২৪ পরগনা: আর কিছু দিন পরে কালীপুজো। তার আগেই গোবরডাঙ্গা থানার পুলিশের পক্ষ থেকে গোবরডাঙ্গা থানার বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি। 
সেই মতো শুক্রবার মধ্যরাতে টহল দিচ্ছিল পুলিশ। গোবরডাঙ্গা থানার অন্তর্গত পোলটি মোড় এলাকায় পুলিশ গাড়ি যেতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এক ব্যক্তি। তাতে সন্দেহ বাড়ে পুলিশের। তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে পাকড়াও করে তল্লাশি তল্লাশি চালায় গোবরডাঙ্গা থানার পুলিশ কর্মীরা। 
তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আসল রহস্য। ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ! 
পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত ওই ব্যক্তির নাম সৌমেন সরকার। গোবরডাঙ্গা থানার অন্তর্গত রঘুনাথপুর এলাকার বাসিন্দার! আগেও একাধিকবার অসামাজিক কার্যকলাপের জন্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল এই সৌমেন। 
এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে কালী পুজোর আগে অসামাজিক কার্যকলাপের জন্যই অস্ত্র মজুত করেছিল ধৃতজন। 
অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ শনিবার বারাসাত আদালতে পাঠিয়েছে গোবরডাঙ্গা থানার পুলিশ।