দুটি অস্বাভাবিক মৃত্যু,এলাকায় চাঞ্চল্য,তদন্তে পুলিশ

দুটি অস্বাভাবিক মৃত্যু,এলাকায় চাঞ্চল্য,তদন্তে পুলিশ
সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং -রবিবার দুটি পৃথক ঘটনায় দুজনের অস্বাভাবিক মৃত্যু কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ক্যানিং থানার পুলিশ দেহ দুটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। 
স্থানীয় সুত্রে জানা গিয়েছে ইটখোলা পঞ্চায়েতের ডাবু গ্রামের বাসিন্দা সঞ্জয় নস্কর(৫৯)। এদিন সকালে উত্তর রেদোখালি গ্রামে ধানের ক্ষেতে গিয়েছিলেন। পরিবারের লোকজন সেখানে গিয়ে দেখতে পায় মাঠের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি ঊদ্ধার করে,চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। 
অপর দিকে ক্যানিংয়ের মাতলা ২ পঞ্চায়েতের ধলিরবাটী এলাকায় অস্বাভাবিক মৃত্যু হয় এক বধুর। মৃতের নাম সুভদ্রা সরদার(৪৫)।এদিন সকালে ওই বধু ছাগল নিয়ে মাঠে যাওয়ার সময় অসুস্থ বোধ করে। পরিবারের লোকজন ওই বধুকে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।