তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: এবার প্রত্যন্ত ও দুর্গম এলাকায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে উত্তর দিনাজপুরে চালু হয়েছে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র। জেলার জন্য মোট বরাদ্দ ছয় স্থানে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে হেমাতবাদ, রায়গঞ্জ ও করণদীঘি বিধানসভা এলাকায় এরকম তিনটি মোবাইল মেডিকেল ইউনিটের মাধ্যমে শুরু হয়েছে পরিষেবা প্রদান পরিষেবা।
এগুলিতে থাকছে - ইনস্ট্যান্ট ই.সি.জি, প্রাথমিক চক্ষু পরীক্ষা, হাইপার টেনশন- ক্যান্সার - এর স্ক্রিনিং, ইনস্ট্যান্ট লাব টেস্টিং, পোর্টাল বেসড ই-প্রেসক্রিপশন জেনারেশন ইত্যাদির সুব্যবস্থা।
প্রতিটি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে থাকছেন একজন ডাক্তার, একজন ল্যাব টেকনিশিয়ান, একজন ফার্মাসিস্ট, একজন নার্স, একজন অপটোমেট্রিক, একজন ডিইও।