পরলোকে বাসবী চ্যাটার্জী

পরলোকে বাসবী চ্যাটার্জী

নিজস্ব সংবাদদাতা : কলকাতা তথা বাংলার কিংবদন্তি পশুপ্রেমী এবং প্ৰখ্যাত সমাজ কল্যাণ সংগঠন নিখিল বঙ্গ কল্যাণ সমিতির সহ কোষাধ্যক্ষ বাসবী চ্যাটার্জী ২৩ অক্টোবর ২০২৫ ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ৭১ বছর বয়সে পরলোকে পাড়ি দিলেন। তিনি শুধু পশুপ্রেমী নন ছিলেন দক্ষ সংগঠক। কলকাতা শহরে যখন পশুকল্যাণ সচেতনতা সেভাবে গড়ে ওঠেনি তখন থেকে লড়াই করে চলেছেন পশুদের প্রতি হিংসা ও অত্যাচারের বিরুদ্ধে। শেষ জীবনের প্রায় ২০টা বছর নিখিল বঙ্গ কল্যাণ সমিতির প্রাণপুরুষ তরুণ ভূষণ গুহ স্নেহধন্যা বাসবী চ্যাটার্জী সমিতির সাধারণ সম্পাদক প্রণব ভূষণ গুহর সহযোগিতায় সমিতির প্রাণকেন্দ্র বিবেক নিকেতনকে নিজের ভালোবাসার স্বপ্নক্ষেত্রে পরিণত করে গেছেন। তিনি শিশু ও বয়স্ক আবাসিক, কর্মী, কর্মকতা, পশুপ্রেমীদের ছিলেন প্রধান ভরসাস্থল। সমিতির কাছে এ এক অপূরণীয় ক্ষতি। আলিপুর বার্তা,  দেশলোক এবং নিখিল বঙ্গ কল্যাণ সমিতির পক্ষ থেকে বাসবী চ্যাটার্জীর আত্মার শান্তি কামনা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।