সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং: উত্তরের মৃদু হিমেল বাতাস বইতে শুরু করেছে। শীতের শুরু। শীতের শুরুতেই ভ্রমণ পিপাসু মানুষজন সুন্দরবন সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণের জন্য বেরিয়ে পড়েছেন। বিশেষ করে ভ্রমণ পিপাসু পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু পৃথিবী বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য তথা রয়্যাল বেঙ্গলের আস্তানা সুন্দরবন। প্রতি বছরই দেশ বিদেশের লক্ষ লক্ষ পর্যটকদের আনাগোনা হয়ে থাকে শীতের মরশুমে। এছাড়াও আকর্ষণের কেন্দ্র বিন্দু রয়্যাল বেঙ্গল টাইগার ও সুন্দরবনের অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য্য। অন্যান্য বছর পর্যটন মরশুমে বাঘ দেখা গেলেও চলতি বছর পর্যটন মরশুমের শুরুতেই বাঘ দেখতে পেলেন একদল পর্যটক। শুধু দেখা নয়। দিব্যি প্রায় ৪৫ সেকেন্ড ধরে মোবাইলে বন্দি করেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কে। । জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ধোষা-চন্দনেশ্বর পঞ্চায়েতের শ্যামনগর এলাকার একদল পর্যটক সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন। বুধবার পর্যটক দলটি জলযানে চেপে যখন সুন্দরবনের কলস দ্বীপের কাছাকাছি ভ্রমণ করছিলেন,সেই সময় নদীর পাড়ে একটি বাঘ কে বিচরণ করছিল। পর্যটক দলের সদস্যরা তড়িঘড়ি মোবাইলে বন্দি করেন রয়্যাল বেঙ্গল কে।নদীর পাড়ে প্রায় ৪৫ সেকেন্ড ঘোরাফেরা করার পর গভীর জঙ্গলে চলে যায়।অন্যদিকে শীতের শুরুতেই সুন্দরবনে বাঘ দেখতে পাওয়ায় আশার আলো দেখতে শুরু করেছেন পর্যটন ব্যবসায়ীরা। তাঁদের দাবী অন্যান্য বছরের তুলনায় চলতি বছর সুন্দরবন ভ্রমণে অতিরিক্ত পর্যটকের সমাগম হবে।