পাথরপ্রতিমায় বিডিওর গাড়ি ভষ্মিভূত

পাথরপ্রতিমায় বিডিওর গাড়ি ভষ্মিভূত
রাতের অন্ধকারে পাথরপ্রতিমার বিডিওর গাড়ি সহ ৩টি দোকান ও দুটি মোটরসাইকেল পুড়ে গেল। এছাড়াও একাধিক গবাদি পশু পুড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার স্কুল মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত একটা নাগা দুর্গা গোবিন্দপুর স্কুল মোড় এলাকায় কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখা যায়। এরপরই স্থানীয় বাসিন্দারা চিৎকার শুরু করে দেন। চিৎকার শুনে আশেপাশের গ্রামে বাসিন্দারাও ছুটে আসেন। সঙ্গে সঙ্গে তাঁরা বালতিতে করে জল নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় পাথরপ্রতিমা থানায় ও দমকল বিভাগে। কিছুক্ষণের মধ্যে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে। সবার সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুন লাগল পুলিশ তদন্ত শুরু করেছে।
তবে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত বাড়ির পরিবারের লোকজনেরা এই ঘটনার পেছনে চক্রান্ত রয়েছে বলে মনে করছেন। তাঁদের অভিযোগ, রাতের অন্ধকারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ এই আগুন লাগিয়ে দিয়েছে।।