ভুবনেশ্বর ওয়ার্ল্ড যোগায় কালিয়াগঞ্জের সোনার মোনালিসা

ভুবনেশ্বর ওয়ার্ল্ড যোগায় কালিয়াগঞ্জের সোনার মোনালিসা
তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের সাহাপাড়ার মোনালিসা সাহা গত ২৭শে ডিসেম্বর ভুবনেশ্বর শহরে অনুষ্ঠিত ইউনাইটেড কাউন্সিল অফ মার্শাল আর্ট যোগা এন্ড পোলে ফেডারেশনের উদ্যোগে যোগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ২০২৫" ওয়ার্ল্ড কাপ যোগাতে দুটি বিষয়ে প্রথম স্থান দখল করে জোড়া স্বর্ণপদক ছিনিয়ে আনে। মোনালিসা জানায়, সে যোগার হ্যান্ড বালেন্সিংয়ে প্রথম স্থান দখল করে স্বর্ণপদক এবং ট্র্যাডিশনাল যোগাতেও প্রথম স্থান দখল করে স্বর্ণপদক পায়। মোনালিসার দাবি, সে যোগার প্রশিক্ষণ নিয়েছে রায়গঞ্জ যোগা একাডেমির প্রধান অরূপ সাহার একাডেমি থেকে। মোনালিসা আরও জানায়, তার যোগা কোচ অরূপ সাহার বিশেষ প্রশিক্ষণ ছাড়া তার পক্ষে এই জয় সম্ভব ছিল না। সে আজ পর্যন্ত যে সাফল্য পেয়েছে তার কোচ  ছাড়াও যে মানুষটি সবসময়ের জন্য তাকে সহযোগিতা করে আসছে সেই মানুষটি তার মা সাধনা সাহা। মোনালিসা সাহাকে পুরস্কৃত করেন যোগাসন ওয়ার্ল্ড কাপ প্রেসিডেন্ট নীলাঞ্জনা সরকার। ভারত সহ মোট ১৫ দেশের প্রতিযোগীরা এই যোগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২৫শে অংশ গ্রহন করে। পৌর শহর কালিয়াগঞ্জের মেয়ে মোনালিসা সাহার এই বিরাট জয়ে কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা বিশ্বজিৎ কুন্ডু মোনালিসা সাহাকে অভিনন্দন জানিয়ে বলেন, 'মোনালিসা কালিয়াগঞ্জ পৌর শহরের সুনাম বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দেবার জন্য সোনার মেয়ে মোনালিসাকে অভিনন্দন জানাই।' কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার মোনালিসা আন্তর্জাতিক ক্ষেত্রে যোগায় জোড়া স্বর্ণপদক পাওয়ায় তাকে অভিনন্দন জানান। এক সাক্ষাৎকারে মোনালিসার বাবা সুকেশ সাহা বলেন, 'মোনালিসার ছোটবেলা থেকেই যোগাকে ভালবেসেছিল। ওর স্বপ্ন ছিল কিছু একটা করে দেখাবে। সেই স্বপ্নে মোনালিসা সফল।'
মোনালিসার মা সাধনা সাহা এক প্রশ্নের উত্তরে মন্তব্য করেন, তিনি নিজে যোগার সাথে একসময় যুক্ত থাকায় মোনালিসাকে প্রাথমিক ভাবে যোগার  প্রশিক্ষণ তিনিই দিতেন। মেয়ে মোনালিসা যোগাতে ভালো কিছু করে দেখাক এটা মা হিসাবে তার মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। সেই স্বপ্ন মেয়ে মোনালিসা পূর্ণ করেছে আন্তর্জাতিক যোগা মিট ভুবনেশ্বর থেকে জোড়া স্বর্ণ পদক পাওয়ায়।