তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সুরেন্দ্র নাথ কলেজে আজ শুক্রবার থেকে উত্তরের হওয়া সাহিত্য উৎসব ও লিটল ম্যাগ মেলা অনুষ্ঠিত হতে হয়েছে। এই সাহিত্য ও লিটল ম্যাগাজিন মেলার উদ্বোধন করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই সাহিত্য ও লিটল ম্যাগ মেলায় উত্তরবঙ্গের আট জেলার পাঁচ শতাধিক কবি সাহিত্যিকদের নিয়ে উত্তরের হাওয়া সাহিত্য উৎসব শুরু হয়েছে। রায়গঞ্জের সুরেন্দ্র নাথ কলেজের মাঠে এই উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা চলবে আগামী ৭ই ডিসেম্বর পর্যন্ত।
এখানে উপস্থিত ছিলেন কবি সুবোধ সরকার, আবুল বাশার, নলিনী বেরা সহ উত্তরবঙ্গের সব মন্ত্রী সহ বিশিষ্ট কবি ও সাহিত্যিকগণ। উত্তর দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী জানান রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে
আয়োজিত তিনদিনের এই সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলায় অংশগ্রহণ করছেন উত্তরবঙ্গের পাঁচ শতাধিক কবি ও সাহিত্যিকগণ। উত্তরবঙ্গের ৭০ থেকে ৮০টি লিটল ম্যাগের সম্পাদক এই মেলায় অংশ নিয়েছেন তাদের পত্র পত্রিকার স্টল খুলে।
এছাড়াও এই মেলায় পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির স্টল ও পাবলিশার গিল্ডের স্টল থাকবে। এই মেলায় স্থানীয় ঐতিহ্যবাহী পুরাতাত্বিক নিদর্শনগুলির প্রদর্শনীর ব্যবস্থা থাকছে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে।