রায়গঞ্জে শিশু উৎসবের পর বাংলাদেশে নাবালক হস্তান্তর

রায়গঞ্জে শিশু উৎসবের পর বাংলাদেশে নাবালক হস্তান্তর
তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার সমস্ত হোমের শিশুদের নিয়ে সারাদিন খেলাধুলা, গান বাজনা এবং তাদের ভালোমন্দ খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আজকের এই আন্তর্জাতিক শিশু অধিকার দিবস সমাজ কল্যাণ দপ্তরের কর্মসূচি। শিশুরা আজকের দিনটিতে তাদের অধিকার বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে বুঝে নিক। তবে সমাজ কল্যাণ দপ্তরের অনুষ্ঠান হলেও শিশুদের ভালো রাখার দায়িত্ব আমাদের সবার।' তাঁর মতে, আজকের দিনটি আমাদের কাছে আরো গুরুত্বপুর্ন এই কারনে যে, বাংলাদেশের একটি নাবালক ছেলে রাজিবুল ইসলাম গত ডিসেম্বর মাস থেকে কুনোরের হোমে রয়েছে। সে কোনও ভাবে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসে। বাংলাদেশের হাই কমিশনারের সাথে ভারতের হাই কমিশনারের সাথে আলোচনা হবার পর আজ এই অনুষ্ঠানের শেষে রাজিবুলকে বাংলাদেশে পাঠানো হবে বলে মহকুমা শাসক মন্তব্য করেন।