শীতের শুরুতেই সুন্দরবনে একাধিকবার বাঘ দর্শন

শীতের শুরুতেই সুন্দরবনে একাধিকবার বাঘ দর্শন
  
সুভাষ চন্দ্র দাশ,সুন্দরবন; বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ ম্যানগ্রোভ অরণ্য জঙ্গল সুন্দরবন। সুন্দরবনই বাঘের বিচরণ ভূমি।আর শীতকাল মানেই সুন্দরবনে বাঘ দেখতে আসা।এই মরসুম জুড়েই পর্যটকদের আনাগোনা বাড়ে বাদাবনের দেশে।আর এই সময়ের জন্য সারা বছরের অপেক্ষা করে থাকেন পর্যটকরা।তবে পর্যটকদের জন্য সুখবর।রয়্যাল বেঙ্গল টাইগারের আনাগোনা কয়েক গুণ বেড়ে গিয়েছে শীতের শুরুতেই।চলতি সপ্তাহেই দু'বার বাঘের দর্শন মিলেছে।সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকাধীন পীরখালি ৬ নম্বর জঙ্গল থেকে বেরিয়ে পঞ্চমুখানি ৩ নম্বর নদী সাঁতরে পার করতে দেখা গিয়েছে একটি বাঘকে।আবার পীরখালি ৫ নম্বর জঙ্গল থেকে একটি বাঘ সরু নদীখাঁড়ি টপকে অন্য জঙ্গলেও যাওয়ার মুহূর্ত ধরা পড়েছে সুন্দরবন নেচার গাইডদের মোবাইল ক্যামেরায়। স্বাভাবিকভাবেই পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত প্রত্যেকেরই আশা এবার যেহেতু বারে বারে বাঘের দর্শন মিলছে।তাই সেই টানেই অধিক পরিমানে পর্যটকদের ভিড় আছড়ে পড়তে পারে সুন্দরবনে।ফলে আশার আলো  দেখতে শুরু করেছেন পর্যটন ব্যবসায় যুক্ত বোট মালিক,ট্যুর অপারেটররা।