শুরু হতে চলেছে সিনে প্রেমীদের উৎসব

শুরু হতে চলেছে সিনে প্রেমীদের উৎসব

নিজস্ব প্রতিনিধি: ঢাকে কাঠি পড়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ২৮ অক্টোবর এক সাংবাদিক সম্মেলনে ৩১ তম চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অরূপ বিশ্বাস জানালেন এবছর ১৮২৭ সিনেমার মধ্যে প্রতিযোগিতায় স্থান পেয়েছে ৪৩ টি চলচ্চিত্র ১৯ টি স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং দশটি তথ্যচিত্র। অপ্রতিযোগিতা মূলক পর্যায়ে রয়েছে ৮৯ টি চলচ্চিত্র ৫৪ টি স্বল্পদৈর্ঘ্য এবং তথ্যচিত্র। ৩৯ টি দেশ এ বছর অংশগ্রহণ করছে। সিনেমার মধ্যে রয়েছে ১৮টি ভারতীয় ভাষা সিনেমা এবং ৩০ টি বিদেশি ভাষার সিনেমা। ২১ টি জায়গায় হচ্ছে চলচ্চিত্র উৎসব, যার মধ্যে নন্দন ১,২,৩, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, রবীন্দ্র ওকাকুরা ভবন, সিনেমা সেন্টেরারি বিল্ডিং, নজরুল তীর্থ এক দুই, নবীনা সিনেমা, বিনোদিনী থিয়েটার, মেনকা সিনেমা, অজন্তা সিনেমা, পিভিআর মানি স্কোয়ার, আইনক্স মেট্রো, আইনক্স কোয়েস্ট মল, আইনক্স সাউথ সিটি, গ্লোব সিনেমা, নিউ এম্পিয়ার সিনেমা, প্রাচি সিনেমা। ২১৫টি ছবি স্থান পেয়েছে এবারের উৎসবে।

সম্মেলনে মন্ত্রী ইন্দ্রনীল সেন জানালেন এবছর সিনে আড্ডার নাম বদলে হয়েছে 'গানে গানে সিনেমা' ৭ নভেম্বর থেকে ১২ নভেম্বর প্রত্যেক সন্ধ্যেবেলায় বিভিন্ন বিষয়ের উপর চলবে আলোচনা এবং গান। উপস্থিত থাকবেন বিভিন্ন শিল্পী এবং অভিনেতারা। 

শিশির মঞ্চে সিনেমা নিয়ে আলোচনা হবে। জন্ম শতবর্ষে কুর্নিশ জানানো হচ্ছে প্রদীপ কুমার, গুরু দত্ত, সন্তোষ দত্ত, রবার্ট আল্টম্যান, সিয়াম পেকিনপাহ, রিচার্ড বুরটন এবং ওজসিইচ হাঁস। এনাদের নিয়ে গগনেন্দ্র প্রদর্শনালয়তে থাকছে প্রদর্শনী। এছাড়াও ঋত্বিক ঘটক কে নিয়ে আলোচনা থাকছে শিশির মঞ্চে। সম্মান জানানো হচ্ছে সলিল চৌধুরীকেও। 

রয়েল বেঙ্গল টাইগার ট্রফি তুলে দেওয়া হবে সেরা চলচ্চিত্রর কে। ভারতীয় ভাষায় সেরা চলচ্চিত্রের কে তুলে দেওয়া হবে হীরালাল সেন মেমোরিয়াল ট্রফি। এশিয়ার নটি চলচ্চিত্রকে তুলে দেওয়া হবে নেটপ্যাক অ্যাওয়ার্ড। এছাড়াও সাতটি বাংলা সিনেমা, ১৯ টি ভারতীয় স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং দশটি ভারতীয় তথ্যচিত্র কে তুলে দেওয়া হবে রয়েল বেঙ্গল টাইগার ট্রফি। সবের সাথে থাকছে টাকা। ৬ নভেম্বর বিকেল চারটে ধনধান্যে অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উদ্বোধন হবে চলচ্চিত্র উৎসবের। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে সপ্তপদী। 

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী কোয়েল মল্লিক, অভিনেত্রী তথা বিধায়ক জুন মালিয়া সহ তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব।