তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: বৃহস্পতিবার রায়গঞ্জের সাংসদ আবারও এইমস সহ পিছিয়ে থাকা উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন দাবি নিয়ে লোকসভায় সরব হলেন রায়গঞ্জের তরুণ তুর্কি বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল। কার্তিকবাবু বলেন, 'রায়গঞ্জের জন্য অনুমোদিত এইমস হাসপাতালটি কোন এক অজ্ঞাত কারনে হাইজ্যাক করে নদিয়ার কল্যানীতে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গকে বঞ্চিত করে। অবিলম্বে তাই উত্তরবঙ্গের সাধারণ মানুষের স্বার্থে পশ্চিম বাংলায় দ্বিতীয় একটি এইমস স্থাপনের জন্য দাবি জানিয়েছি। এছাড়া উত্তর দিনাজপুর জেলার ছেলে মেয়েদের নেট পরীক্ষা দিতে মালদা শিলিগুড়ি গিয়ে পরীক্ষায় বসতে হয়। উত্তর দিনাজপুর জেলার পরীক্ষার্থীদের আগের দিন গিয়ে হোটেলে থাকতে হয়। এর থেকে পরিত্রাণ পেতে কেন্দ্রীয় সরকার যাতে রায়গঞ্জে নেটের পরীক্ষা কেন্দ্র করার উদ্যোগ নেয়, সে বিষয়টাও সংসদের দৃষ্টি আকর্ষণ করেছি। উত্তর দিনাজপুর জেলায় মহিলাদের উচ্চশিক্ষার জন্য কোনও পৃথক কলেজ না থাকায় অধিকাংশ রাজবংশী ছাত্রীরা উচ্চ শিক্ষার মাঝ পথেই বঞ্চিত হচ্ছে। এ প্রসঙ্গও যথার্থ ভাবে সংসদে পেশ করা হয়েছে।