সিভিক ভলেন্টিয়ারদের তৎপরতায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা থেকে রেহাই পেল তালদি বাজার 

সিভিক ভলেন্টিয়ারদের তৎপরতায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা থেকে রেহাই পেল তালদি বাজার 
সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং : সিভিক ভলেন্টিয়ারদের তৎপরতায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা থেকে রেহাই পেল ক্যানিংয়ের তালদি বাজার।জানা গিয়েছে  ক্যানিংয়ের তালদি বাজারে জনৈক তপন সরকারের একটি প্লাস্টিকের দোকান রয়েছে। সেই দোকানে বৃহষ্পতিবার ভোর রাতে আগুন ধরে যায়। আগুনের ধোঁয়ায় ভরপুর হয়ে যায় সমগ্র তালদি বাজার। আগুনের ফুলকি দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। সেই সময় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারদের নজরে আসে এমন ঘটনা।তারা তড়িঘড়ি ক্যানিং দমকল কে খবর দেয়। পাশাপাশি স্থানীয়দের সাথে আগুন নেভানোর জন্য হাত লাগায় সিভিক ভলেন্টিয়াররা।বালতি করে জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ইতিমধ্যে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে সিভিক ভলেন্টিয়ার ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। স্থানীয় ও দমকল সুত্রে জানা গিয়েছে, প্লাস্টিক দোকানে কোন ভাবে শর্ট সার্কিট থেকে এমন অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে ক্ষয়ক্ষতি হয়নি এবং আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।’
উল্লেখ্য সিভিক ভলেন্টিয়ারদের সৌজন্য শুধু  মাত্র একটি দোকান নয়,গোটা বাজার রেহাই পেল।কারণ যথা সময়ে সিভিক ভলেন্টিয়াররা উদ্যোগ না নিলে আগুন দ্রুত ছড়ি পড়তো। সে ক্ষেত্রে সমগ্র তালদি বাজার আগুনে ভষ্মীভূত হয়ে যেতো বলে ধারণা স্থানীয়দের।