সুন্দরবনের একসাথে তিনটি বাঘের দেখা,যা বিরলতম ঘটনা

সুন্দরবনের একসাথে তিনটি বাঘের দেখা,যা বিরলতম ঘটনা
সুভাষ চন্দ্র দাশ,সুন্দরবন; অবাক কান্ড! এক সঙ্গে তিন তিনটি বাঘ। সুন্দরবনের জঙ্গলে ধরা পড়ল এক অভূতপূর্ব বিরল দৃশ্য। আসাম থেকে আসা অভিনন্দন রায়, কলকাতার ফটোগ্রাফার ফ্রান্সিস নায়েক এবং ঝড়খালীর তন্ময় মন্ডল।তিন সদস্যের একটি টিম সোমবার সকালে ঝড়খালি ফেরিঘাট থেকে জলযানে চেপে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন। ঠিক দেউল ভারানির কাছাকাছি পৌঁছতেই তাঁদের চোখে পড়ে এক বিরল মুহূর্ত। একসঙ্গে তিনটি রয়েল বেঙ্গল টাইগার। কিন্তু দৃশ্যটি শুধু বিরলই নয়, ছিল মনমুগ্ধকরও। তিনটি বাঘ আপনমনে নদীর জলে খেলা করছিল।এমন কি স্বমহিমায় নিজেদের মেজাজে নদী খাঁড়ির ভিতর দিয়ে সাঁতার কাটতে কাটতে ধীরে ধীরে পার হচ্ছিল। জলের উপর ভাসমান রোদ, ঢেউয়ের মৃদু শব্দ আর বাঘেদের স্বাভাবিক আচরণ—সব মিলিয়ে পুরো পরিবেশ রোমাঞ্চে ভরে ওঠে এবং বিরলতম মুহূর্ত। 
অভিনন্দন, ফ্রান্সিস এবং তন্ময়ের ক্যামেরায় বন্দি হয় সেই নদীর জলে বাঘেদের অনবদ্য মুহূর্ত। পর্যটকদের সামনে একসঙ্গে তিনটি বাঘকে সাঁতরাতে দেখা অত্যন্ত বিরল ঘটনা। তাঁদের মতে, এটি শুধু একটি দৃশ্য নয়,সুন্দরবনের বন্যপ্রাণের শক্তি, স্বাধীনতা ও সৌন্দর্যের এক জীবন্ত প্রমাণ। সুন্দরবনের জলে–জঙ্গলে এমনই বিস্ময়কর অপেক্ষা করে থাকে প্রতিটি দুঃসাহসী অভিযাত্রীর জন্য। জানা গিয়েছে একটি পূর্ণ বয়স্ক বাঘিনী তার দুই শাবক কে নিয়ে এমন খেলায় মগ্ন ছিল।