তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: ইউপিএসসি পরিচালিত জিওফিজিসিস্ট পরীক্ষায় সারা দেশে সপ্তদশ স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কলেজপাড়ার মেয়ে মনীষা দাস। মনীষা বর্তমানে জয়পুরে। ২৯ অক্টোবর রাতে প্রকাশিত ফলাফলে দেখা গিয়েছে, সমগ্র দেশের মধ্যে সপ্তদশ স্থান তার ঝুলিতে। বাবা শঙ্কর দাস পেশায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা পুলমা দাস গৃহবধূ। মেয়ের সাফল্যে খুশি তারা। রায়গঞ্জ গার্লস হাইস্কুল থেকে ২০১৩ সালে মাধ্যমিক ও ২০১৫ সালে রায়গঞ্জ করোনেশন হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন মনীষা। ২০১৮ সালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক এবং ২০২০ সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। তার এই সাফল্যে খুশি সমগ্র উত্তরবঙ্গবাসী।
এরপর ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষা সূত্রে আইএসএম ধানবাদে।
ভূপদার্থবিদ্যা নিয়ে উচ্চতর পড়াশোনা করেন। তাঁর স্বামী অমৃত দাসও ২০২২ সালের একই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে রাজস্থানে জিওফিজিসিস্ট হিসেবে কর্মরত। ২০২৩ সাল থেকেই এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন মনীষা। গত বছরও ইন্টারভিউ পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু সামান্য ব্যবধানে সাফল্য অধরা হওয়ায় বেসরকারি মাইনিং কোম্পানিতে কাজ শুরু করলেন। কিন্তু পরে চাকরি ছেড়ে সম্পূর্ণ মন দিয়ে পড়াশোনা শুরু করেন।