ইটাহারের প্রাক্তন বিধায়ক ফের কংগ্রেসে

ইটাহারের প্রাক্তন বিধায়ক ফের কংগ্রেসে

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: বুধবার কলকাতা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে ইটাহারের প্রাক্তন তৃণমূল নেতা তথা বিধায়ক অমল আচার্য কংগ্রেসের যোগ দিলেন। বুধবার প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে অমল আচার্য কংগ্রেসের জম্মু-কাশ্মীর বিধানসভার কংগ্রেস নেতা গোলাম আহমেদ মীরের হাত থেকে কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, উত্তর দিনাজপুর জেলার কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত সহ কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্বগন। দীর্ঘ ধরেই একসময়কার ডাকাবুকো কংগ্রেস থেকে তৃণমূলে যাওয়া অমল আচার্য ইটাহারের উন্নয়নের কান্ডারী হিসেবে পরিচিত ছিলেন দীর্ঘদিন বিধায়ক হবার সুবাদে। পরবর্তীতে হঠাৎ করেই অমল আচার্যকে তৃণমূল থেকে সরিয়ে দিয়ে ইটাহারের যুব নেতা মোশারফ হোসেনকে ইটাহারের বিধায়ক করা হয়। পরবর্তীতে মাঝখানে কিছুদিনের জন্য বিজেপি দল করলেও তিনি সেখানে বেশিদিন না থেকে বেশ কিছুদিন রাজনীতি থেকে বলা যায় অনেক দূরে সরে গিয়েছিলেন। তারপর অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরে যাবার গুরুত্বপুর্ন সিদ্ধান্ত নিতে বেশ কিছু সময় লাগলেও ফের কংগ্রেসে ফিরে আসায় উত্তর দিনাজপুর জেলার কংগ্রেস মহলে ব্যাপক খুশি ছোঁয়া লেগেছে বলে জানা যায়। কালিয়াগঞ্জের ব্লক কংগ্রেসে সভাপতি সুজিত দত্ত জানান, কংগ্রেসে অমল আচার্য ফিরে আসায় ২৬ শের বিধানসভা 

নির্বাচনের পূর্বে অনেকটাই দল চাঙ্গা হবে বলেই তিনি মনে করেন। অমল আচার্য দীর্ঘদিন বাদে কংগ্রেসের ফিরে আসায় উত্তর দিনাজপুর জেলায় কংগ্রেসের বিভিন্ন এলাকার মানুষ প্রচন্ড খুশি হয়েছে বলে জানা যায়।