তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে দিবারাত্রি একদিনের ব্যাডমিন্টন নকাউট প্রতিযোগিতায় রবিবার গভীর রাতে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে বিহারের গর্ভ আন্ড সুমিত ক্লাব এবং রানার্স হয় মালদার উত্রীয় এন্ড বিপুল সংঘ। রামকৃষ্ণ সরণী দুর্গোৎসব কমিটির কর্ণধার রামকুমার সাহা জানান, চ্যাম্পিয়ন দলকে ট্রফির সাথে আট হাজার টাকা এবং রানার্স দলকে ট্রফির সাথে পাঁচ হাজার টাকা উভয় দলের হাতে তুলে দেন। এবারই প্রথম তারা এই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আয়োজন করে বলে জানান। উত্তরবঙ্গের এবং বিহারের মোট ১৬টি দল অংশগ্রহন করে। কালিয়াগঞ্জ শহরে ব্যাডমিন্টন প্রতিযোগিতাকে ঘিরে ছিল প্রবল তৎপরতা।