তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: বৃহস্পতিবার কালিয়াগঞ্জের ভূমিপুত্র তথা প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সীর ৮১ তম জন্ম দিনপালন করা হল তাঁর নিজস্ব বাস ভবন শ্রীকালোনিতে। এই দিন তাঁর বাসায় অনুষ্ঠিত ৮১তম জন্ম দিন উপলক্ষ্যে উপস্থিত হয়ে তার প্রতিকৃতিতে মাল্যদান করেন কালিয়াগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি সুজিত দত্ত, শহর কংগ্রেস সভাপতি তুলসী জয়সোয়াল, যুব নেতা সৌম্য দত্ত, বুল দত্ত, জপেন দেব শর্মা, প্রদীপ কুমার রায়, অরবিন্দ সেনগুপ্ত ও গিরিধারি প্রামাণিক সহ বিশিষ্ট কংগ্রেস নেতৃত্বের সাথে সদ্য পদত্যাগী কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা।