তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ: বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে উত্তর দিনাজপুর জেলার বিজেপির উদ্যোগে একটি সিএএ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় বিজেপির উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন জেলা সভাপতি বাসুদেব সরকার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, 'যারা উদ্বাস্তু হয়ে বাংলাদেশ, আফগানিস্থান এবং পাকিস্তান থেকে ভারতবর্ষে এসে আমাদের দেশে সিএএ আইনের অন্তর্ভুক্ত হবার জন্য যে সমস্ত আবেদন করবে, তাদের সিএএতে অন্তর্ভুক্ত করবার ক্ষেত্রে কিভাবে সরলীকরণ করা হবে এবং আবেদন প্রক্রিয়ার যাতে কাউকে হয়রানির শিকার না হতে হয় সেই ব্যাপারেই একটি প্রশিক্ষণ বা ওয়ার্কশপ আজ কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে করা হয়েছে।' তিনি জানান, পশ্চিমবঙ্গের শাসক দল সিএএ সম্পর্কে মানুষকে ভুল বোঝাচ্ছে, সেই কারণেই আমরা হাতে কলমে শিখিয়ে দিচ্ছি যাতে যে সমস্ত স্মরণার্থীরা যারা ভারতবর্ষে আসবেন তাদের কোনভাবেই যাতে কোনরকম অসুবিধা না হয়। আজ তাই উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে এই কর্মশালায় যারা অংশগ্রহন করেছেন তাদের উপযুক্ত ভাবে হাতে কলমে শিখিয়ে দেওয়া হচ্ছে বলে বাসুদেব সরকার জানান। আজকের এই সিএএ কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা কমল দেবনাথ, মিলন সরকার উত্তর দিনাজপুর জেলার বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ এবং বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি স্বরূপ চৌধুরী।